ছবি-সংগৃহীত
গাজীপুরে পৃথক দুটি বিশেষ অভিযানে সিআইডি ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার এবং অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করেছে।
এ ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার (৪ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে ডিএমপির সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নম্বর রোড থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করা হয়।
২ অক্টোবর গাজীপুর মহানগরের ধীরাশ্রমে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট দ্রুত ছায়া তদন্ত শুরু করে।
গাজীপুর সিআইডি পুলিশ জানায়, ঘটনার রাতে ডাকাতরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এক পরিবারের সবাইকে বেঁধে ফেলে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল লুট করে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা হয়। অভিযানের সময় ডাকাত সর্দার মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ১১টি টর্চলাইট ও একটি কাটার উদ্ধার করা হয়।
অন্যদিকে, গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ অক্টোবর রাতে জেলার শ্রীপুর থানার ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে তিন অস্ত্রধারী সন্ত্রাসী- ইমরান হোসেন, আশিকুল ইসলাম ও মেহেদী হাসান ইমনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে শাহারিয়ার রহমান সাদাফ ও মোজাম্মেল হাসান রোমানের নাম ওঠে আসে। ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরের শ্রীপুর থানার কাওরাইদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেখানো মতে একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।



