কর্ণফুলী টানেলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত কর্ণফুলী টানেলে দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার সময় পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
টানেল–সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বেলা দুইটার সময় পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। টানেলের ভেতর প্রবেশের পর অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং কাত হয়ে পড়ে যায় বাসটি। ওই সময় বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটিভ বোর্ডের সামান্য ক্ষতি হয়।
কর্ণফুলী টানেল সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, টানেলের ভেতরে গতিসীমা না মেনে দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং তিনজন আহত হয়েছেন। টানেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানির উদ্ধারকর্মীরা দ্রুত তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের মধ্যে দুজনকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ও আরেকজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। আহত ব্যক্তিদের নাম–ঠিকানাসহ বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
কর্ণফুলী টানেলের ট্রাফিক কন্ট্রোল রুমের (টিসিআর) সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, পতেঙ্গা থেকে আনোয়ারার দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস কাত হয়ে পড়ে যায়। পরে গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নিয়ে যাওয়া হয়।



