Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে দীর্ঘদিন ডুবে থাকা রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

Icon

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:১৮ পিএম

রাজশাহীতে দীর্ঘদিন ডুবে থাকা রাস্তা সংস্কার করে দিলেন বিএনপি নেতা

ছবি : যুগেরচিন্তা

রাজশাহীর বেলপুকুর থানার দক্ষিণ কাজির পাড়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তায় কাঁদা পানিতে ডুবে থাকতো। দীর্ঘ এক কিলোমিটার রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজশাহী ৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল সাত্তার।

শনিবার (৪ অক্টোবর) রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়। রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী ছিল। কাঁদা মাড়িয়ে খুব কষ্ট করে মানুষ যাতায়াত করত। রাস্তাটি সরকারি উদ্যোগে কখনোই নির্মাণ হয়নি। জনদুর্ভোগ লাগবে আব্দুস সাত্তার নিজের অর্থায়নে কিছুদিন পূর্বে প্রায় দশ ট্রলি ইট ও রাবিশ দিয়েছিলেন। বৃষ্টিতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলে, তিনি আবারো ইট বিছিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছেন। যানবাহন চলাচলের সুযোগ হওয়াতে খুশি এলাকাবাসী।

কাজিরপাড়া এলাকার বাসিন্দা মুসলেম আলী জানান, আমাদের এই গ্রামের প্রায় ১ হাজার মানুষের চলাচলের একটিমাত্র রাস্তা। সর্বদা কাদা পানিতে ডুবে থাকতো। আব্দুস সাত্তার সাহেবের নিজ উদ্যোগে এর আগেও ইট, রাবিশ দিয়েছিলেন এই রাস্তায়। এখন আবার দিচ্ছেন তার সংস্কারের ফলে রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছি।

মাহবুবুল ইসলাম জানান, এই রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী ছিল। সাত্তার ভাই এই এলাকায় এসে রাস্তাটি দেখেন। আমাদের কষ্টের লাঘব করতে তার অনুদানে এলাকার রাস্তাটি সংস্কার হয়। নতুন করে তিনি আবারও সংস্কার করে দিচ্ছেন। তিনি সর্বদাই গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করেন। তার নিকট কোন অসহায় মানুষ গেলে খালি হাতে ফিরে না।

এ বিষয়ে আব্দুস সাত্তার বলেন, মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট আমার নিজস্ব অর্থায়নে প্রায় ২০-২৫ বছর আগে থেকেই সংস্কার করে আসছি। এলাকার সাধারণ মানুষের কল্যাণে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তাগুলো সংস্কার করে দেই। পূর্বে এই রাস্তাটি পানিতে তলিয়ে গিয়েছিল। আমি ইট ও রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছিলাম। অতি বৃষ্টির ফলে কিছু কিছু জায়গা নষ্ট হওয়াতে আবারো সংস্কার করে দিচ্ছিমহান আল্লাহ যদি আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেন দলের নমিনেশন পেয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই, তাহলে রাস্তাঘাট গুলো পাকা করে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ

উল্লেখ্য, রাস্তাটি সংস্কারের কাজ শেষে এলাকার যুব সমাজ, মহিলাদের মাঝে বিএনপি ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন