Logo
Logo
×

সারাদেশ

তাড়াশের কৃতিসস্তান বইয়ের মোড়ক উন্মোচন

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম

তাড়াশের কৃতিসস্তান বইয়ের মোড়ক উন্মোচন

ছবি-যুগের চিন্তা

সিরাজগঞ্জের তাড়াশে "তাড়াশের কৃতিসন্তান" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার ( ৪ অক্টোবর) তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরী হল রুমে তাড়াশের কৃতিসন্তান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান ও তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন,সরকারী আজিজুল হক কলেজ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর খ,ম সাকলাইন, সরকারি আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মোতালেব,দোবিলা উচ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান মাহবুব,গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক শিশির আহমেদ, মতিন ও তাড়াশের কৃতিসন্তান বইয়ের  গ্রন্থাগার সাইফুল ইসলাম সাইফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক লুৎফর রহমান।

সভায় বক্তারা তাড়াশে বিভিন্ন গুণীজনদের জীবনের উল্লেখযোগ্য কর্ম জজ্ঞ নিয়ে আলোচনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন