Logo
Logo
×

সারাদেশ

সাংবাদিকের উপর হামলা, সম্পাদক পরিষদের প্রতিবাদ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পিএম

সাংবাদিকের উপর হামলা, সম্পাদক পরিষদের প্রতিবাদ

ছবি-যুগের চিন্তা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক আকমল হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে জেলার সম্পাদক পরিষদ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সম্পাদক পরিষদের কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক, মানিকগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের উপর গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবালয়ের উথুলী এলাকায় পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলার সাত দিন পেরিয়ে গেলেও কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বক্তারা।

সভায় বক্তারা বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে সম্পাদক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপারের বরাবর একটি স্বারকলিপি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সহসভাপতি মাহবুল আলম জুয়েল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকবৃন্দ।

উল্লেখ্য গত ২৬ সেপ্টেম্বর অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক আকমল হোসেনের উপর হামলা করে শিবালয় উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা জাহিদুল ইসলাম সাদ্দাম। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর জাহিদুর রহমান সাদ্দাম, আল-আমীন ও শীতল বিস্বাস এর নাম উল্লেখ করে ও ১০/১২ জনকে অজ্ঞাত রেখে মামলা করে আকমল হোসেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন