কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে ফের ছাত্র নিহ, নিখোঁজ ১
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গমাটির কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে ফের ২ ছাত্র হ্রদের পানিতে তলিয়ে যায়। ঘটনাটি ঘটেছে নানিয়াচর চেঙ্গী নদী এলাকায় কাপ্তাই হ্রদে । নৌকা নিয়ে ২ কলেজ ছাত্র বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে হ্রদের পানিতে তলিয়ে গেছে।
এলাকাবাসী ও কাপ্তাই সেনাবাহিনীর একটি ডুবুরি দল নানিয়াচরের সাবেক্ষং এলাকায় কাপ্তাই লেকে তল্লাশি চালায়। এই সময়ে এলাকাবাসীর সহাযতায় কচুরি পানার তল খেকে ডেনিজন চাকমা(১৭) নামে একছাত্রের মৃত্যু দেহ উদ্ধার করে । তার পিতার নাম পিণ্টু চাকমা বাড়ি সাবেক্ষং । সেনাবাহিনীর উদ্ধার কারী ডুবুরির দল দীর্ঘক্ষণ তল্লাাশি চালানোর পর তাদের কার্যক্রম কৃহস্পতিবার সোয়া বারটায় সমাপ্ত ঘোষণা করে । অপর নিখোঁজ ছাত্রের কোন হদিস মেলেনি।
তবে স্থানীয় ভাবে খুঁজাখুঁজি অব্যাহত রয়েছে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, পুলিশ,সেনাবাহিনীসহ সকলে উপস্থিত থেকে এই তল্লাশি চালানো হয়েছে। নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি জানান। ঘটনাস্থলে প্রচুর কুচুরিপানা থাকায় লাশ খুঁেজ পাচ্ছেনা বলে পুলিশের ধারণা । ঘটনাটি বুধবার রাতে ঘটেছে বলে এলাকাবাসী জানায়। তারা বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনটি আগে জানা যায়নি। কাপ্তাই হ্রদে ঝড়ের কবলে পরে এই নোকা ডুবি হয়েছে বলে জানা যায়। ওই একই দিন রাতে কাপ্তাই হ্রদের লংগদু এলাকায় নৌকা ডুবিতে আপর ৩ জন নিহত হয়েছে।



