Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়কে বিকল ট্রাকের কারণে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম

কুমিল্লা-সিলেট মহাসড়কে বিকল ট্রাকের কারণে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট

ছবি : সংগৃহীত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কংশনগর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে প্রায় ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ছগুরা এলাকা থেকে শুরু হয়ে বুড়িচং উপজেলার দেবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে সিলেটগামী একটি পণ্যবোঝাই ট্রাক কংশনগর এলাকায় সড়কের মাঝখানে বিকল হয়ে যায়। সড়কজুড়ে খানাখন্দের কারণে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং একপর্যায়ে প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সকাল ৯টার দিকে দেখা যায়, ট্রাকটির পেছনের দুটি চাকা খুলে চালক, হেলপার ও স্থানীয় কয়েকজন মেরামতের চেষ্টা করছেন। পাশের ভাঙা অংশ দিয়ে সীমিতভাবে যান চলাচল চললেও দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছে।

বিকল ট্রাকের হেলপার সিরাজ আলী জানান, মহাসড়কের ভাঙাচোরা অবস্থার কারণে একটি গর্তে পড়ে ট্রাকের চাকা বিকল হয়ে যায়। মেরামতে আরও প্রায় ৩০ মিনিট সময় লাগতে পারে।

সুগন্ধা পরিবহনের বাস চালক জসিম উদ্দিন বলেন, “এই সড়কটি শুধু নামেই মহাসড়ক, বাস্তবে নয়। ভাঙা রাস্তার কারণে যাত্রীদের কষ্ট হয়, সময়মতো গন্তব্যে পৌঁছানো যায় না।”

মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী জানান, কংশনগর বাজার এলাকায় প্রায় সময়ই যানজট দেখা দেয়, যা দেবিদ্বার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, “দুই লেনের রাস্তায় কোনো গাড়ি বিকল হলে সহজেই যানজট সৃষ্টি হয়। আমাদের টিম কাজ করছে, ট্রাকটি মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন