Logo
Logo
×

সারাদেশ

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার টাকা!

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম

এক ইলিশের দাম প্রায় ৯ হাজার টাকা!

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়েছে বিরল আকারের একটি ইলিশ। মাছটির ওজন ২ কেজি ২০০ গ্রাম। কেজি প্রতি ৪ হাজার টাকা দরে বিক্রি হওয়ায় এর বিনিময়মূল্য প্রায় ৮ হাজার ৮০০ টাকা।

বুধবার (১ অক্টোবর) ভোরে আলিপুর মৎস্য বন্দরের ‘জমজম ফিস’-এ মাছটি নিয়ে আসলে মুহূর্তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর এফবি আশরাফুল নামক ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সাথে এই বিরল ইলিশটিও জালে তোলে।

মৎস্য ব্যবসায়ী পি এম মুসা মাছটি কিনে বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতায় এত বড় ইলিশ বাজারে আর দেখিনি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাবো সেখানে আরও উঁচুমূল্যে বিক্রি করা সম্ভব হবে।

ছোবাহান মাঝি বলেন, সমুদ্রে মাছ ধরার সময় এ বিরল আকারের ইলিশ জালে ওঠে। সচরাচর এমন মাছ মেলে না। সাইজ বড় হওয়ায় ভালো দামে বিক্রি করতে পেরেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ার ঘটনা বেড়েছে। এটি মূলত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সুফল। ফলে উৎপাদনও ধারাবাহিকভাবে বাড়ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন