কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে শিশুসহ নিহত ৩
রাঙ্গামাটির প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ পিএম
ছবি-যুগের চিন্তা
রাঙ্গমাটির লংগদুর গাঁথাছড়া এলাকায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। নৌকাটি মঙ্গলবার রাতে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে এক নারী ও ২ শিশু হ্রদের পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। গাঁথাছড়া থেকে জনৈক আছির উদ্দীন তার স্ত্রী সস্তান ও তার ছোট ভাইয়ের স্ত্রী সস্তাান নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান, সেখান থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাতে তাদের বহনকারী ইঞ্জিন চালিত নৌকাটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে। নৌকটি ডুবে গেলে ২টি শিশুসহ ৩ জন হ্রদের পানিতে তলিয়ে যায়। অপর ২জন সাঁতার কেটে তীরে উঠে। ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এদের উদ্ধারে যায়।
বুধবার সকালে ডুবুরি দল শিশুসহ ২জনকে উদ্ধার করেছেন। ঘটনার পরপর এলাকাবাসী একজনকে উদ্ধার করে । ডুবে মারা যাওয়ারা হলো শিরিনা ওরফে সালমা বেগম (৪০) ও রানা (৭)। মাসুম (৫)। লংগদু থানার অফিসার ইনসার্জ ফেরদৌস ওয়াহিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছেন বলে তিনি জানান।



