Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:৫৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটি ঘিরে রাজধানী ঢাকা ও আশপাশ থেকে গ্রামের পথে মানুষের ঢল নেমেছে। এতে দেশের প্রধান দুটি সড়ক—ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ যানজটের খবর পাওয়া গেছে। একই চিত্র ঢাকা-সিলেট মহাসড়কেও, যেখানে ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে গাড়ি চলছে ধীরগতিতে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, বৈরী আবহাওয়া ও ছুটির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ি সড়কে উঠেছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

যাত্রীরা জানান, সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধাঘণ্টা লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে। যাত্রী তানিয়া আক্তার বলেন, “প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামে যাই। কিন্তু এবার যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব সেটি নিয়েই দুশ্চিন্তায় আছি।”

শুধু যাত্রী নয়, ট্রাকচালকরাও পড়েছেন বিপাকে। ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, “ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাড়ছে, আর মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।”

বাসযাত্রী সোহেল মিয়া জানান, সাধারণত সিলেট যেতে ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু সকাল থেকে রওনা হলেও এখনো নরসিংদী পার হতে পারেননি।

পুলিশ জানায়, যানজট নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে। আব্দুল কাদের জিলানী বলেন, “বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে গাড়ির চাপ বেশি হওয়ায় স্বাভাবিক হতে সময় লাগছে। আশা করছি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন