Logo
Logo
×

সারাদেশ

৩ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, প্রাণহানি বেড়ে ৫৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

৩ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, প্রাণহানি বেড়ে ৫৪

৩ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি, প্রাণহানি বেড়ে ৫৪

চট্টগ্রাম, সিলেট ও হবিগঞ্জ জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এদিকে, বন্যায় দেশের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। গতকাল বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৫২ জন। মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ১১টি জেলার ১০ লাখ ৯ হাজার ৫২২ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন মানুষ, ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, মারা যাওয়াদের মধ্যে, ফেনীতে ১৯, কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। তাছাড়া, মৌলভীবাজার জেলায় একজন নিখোঁজ রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন