মানিকগঞ্জে সাংবাদিকের উপর হামলা, মামলা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় স্থানীয় সাপ্তাহিক পত্রিকা অগ্নিবিন্দুর সম্পাদক মো. আকমল হোসেনের উপর হামলা চালিয়েছে বহিষ্কৃত যুবদল নেতা জাহিদুর রহমান সাদ্দাম ও তার সহযোগীরা। এ ঘটনায় আকমল হোসেন বাদি হয়ে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে শিবালয় উপজেলার কাতরাসিন এলাকার সোরহাব হোসেনের ছেলে জাহিদুর রহমান সাদ্দাম, একই এলাকার মোবারক হোসেনের ছেলে আল আমিন ও নরেশ বিশ্বাসের ছেলে শীতল বিশ্বাসকে। এছাড়া আরও ১০–১২ জন অজ্ঞাত আসামি রাখা হয়েছে। শিবালয় থানার মামলায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবালয় উপজেলার উথলী এলাকায় আকমল হোসেনের উপর আকস্মিকভাবে হামলা চালানো হয়। এসময় স্থানীয় সাইফুল ইসলাম বিল্টু বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।
আকমল হোসেন অভিযোগ করে বলেন, “আমি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা অগ্নিবিন্দুর সম্পাদক। তবে কোন কারণ ছাড়াই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে। এবং হুমকি দিয়ে বলে এর পর তোর মেরে ফেলবো"।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৮ মে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান সাদ্দামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী বলেন, সাংবাদিক আকমল হোসেন এর দায়ের করা মামলাটি তদন্ত হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।



