Logo
Logo
×

সারাদেশ

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত কোস্ট গার্ড

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পিএম

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত কোস্ট গার্ড

ছবি-যুগের চিন্তা

নারায়ণগঞ্জে উপকূলীয় ও নদী বন্দর এলাকায় নজরদারি এবং শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার শ্রী শ্রী শ্যামা কালীমন্দির পরিদর্শন করেন পাগলা কোস্ট গার্ড স্টেশন ইনচার্জ কমান্ডার লেঃ.মো: রাফায়েল মনোয়ার উৎসব

এসময় মন্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারের নির্দেশনায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের মহা উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তায় কাজ করছি। উপকূলীয় এলাকার মধ্যে ঢাকা জোনের ৪৩ টি মন্দির ও পূজা মন্ডপ সহ চট্টগ্রাম মংলা, ভোলার মোট ২২৪ টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। দুর্গাপূজাকে সামনে রেখে যে ধরণের নাশকতা থেকে জনগণের জানমালের যেন কোন ধরণের ক্ষতি না হয় ও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ড।

পাশাপাশি পূজা মন্ডপে আগত ভক্তদের যাতায়াত সহজ করতে নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ টহল মোতায়ন করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে প্রতিমা বিসর্জনের দিন টিম রেখেছি এবং কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আমরা আশা করি কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। প্রতিমা বিসর্জনের দিন কোস্টগার্ডের ডুবুরী দল থাকবে।

এ সময় পূজা মন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন ফতুল্লা শ্রী শ্রী শ্যামা কালী মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস সাধারণ সম্পাদক অর্জুন দাস সহ পূজা মণ্ডপে আসা ভক্তবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন