কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়
রাতের আঁধারে হাসিনার জন্মদিন পালনকালে আ'লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির সুমন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলা বুরুদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির সুমন পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়,গতকাল রবিবার রাতে পাকুন্দিয়ায় একটি মসজিদের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। ওই দিন রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম তার ফেসবুকে পোস্ট দিয়ে কর্মসূচি পালন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। ওই কর্মসূচির কয়েকটি ছবি উপজেলার ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক পেজে শেয়ার করার পর আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মাধ্যমে মুহুর্তের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির সুমন সরকার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুরুদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াদুল কবির ইয়ানের নেতৃত্বে জন্মদিনের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ‘দিনে কোন এক সময়ে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী একটি স্থানে জড়ো হন। তারা সেখানে একটি মসজিদে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেন।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আ.লীগ নেতা কবির সুমনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আত্মগোপনে থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।



