Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে ডাক্তার, নার্স ও কর্মচারীদের প্রতিবাদ মানববন্ধন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

নরসিংদীতে ডাক্তার, নার্স ও কর্মচারীদের প্রতিবাদ মানববন্ধন

ছবি-যুগের চিন্তা

নরসিংদীর প্রাইভেট হাসপাতালগুলোতে তথাকথিত ভুল চিকিৎসার অযুহাতে দুষ্কৃতিকারীদের মব সৃষ্টির মাধ্যমে হাসপাতাল ভাংচুর, নিয়োজিত ডাক্তার, নার্স ও কর্মচারীদের শারীবিকভাবে লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন এবং পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন।

নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. এহতেশামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে ভাংচুর , নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। যা পুরোটাই অনাকাঙ্খিত। এসব অনাকাঙ্খিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্খিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করাসহ মোট ৫ দাবি জানান মানববন্ধনকারীরা। পরে তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এছাড়াও ভবিষ্যতে এসব হামলা ভাংচুরসহ অনাকাংখিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারাদেশে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দেন সমিতির নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন