Logo
Logo
×

সারাদেশ

সড়ক নয় যেন মরণফাঁদ, জনদুর্ভোগে বাঞ্ছারামপুর

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

সড়ক নয় যেন মরণফাঁদ, জনদুর্ভোগে বাঞ্ছারামপুর

ছবি : যুগেরচিন্তা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউপির বুধাইরকান্দি এবং কৃষ্ণনগর গ্রামের রাস্তার অংশের অবস্থা বেহাল। সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে গেছে। বাড়ছে ছোট-বড় ও মাঝারি ধরনের খানাখন্দ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে যান চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। খানাখন্দ মাড়িয়ে সড়কে প্রতিদিন চলাচলকারী স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন। এমনকি ভাঙা অংশগুলোতে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আহতও হচ্ছেন অনেকে।

সরেজমিনে দেখা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার বুধাইরকান্দি এবং কৃষ্ণনগর গ্রামের সড়কে বিভিন্ন অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে হরহামেশাই দুর্ঘটনার কবলে পড়ছে মোটরসাইকেল ও ইজিবাইক।

বাঞ্ছারামপুর সাবেক ছাত্রদল যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন বলেন, কয়েক মাস ধরে সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে বেগ পেতে হচ্ছে। হুটহাট গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। খানাখন্দ থাকায় সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে চলাচল করছে তিন চাকার ছোট যানবাহনগুলো।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘সড়ক বেহাল হওয়ায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় শিগগির সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। খানাখন্দ থাকায় যানবাহনের কর্দমাক্ত পানি ছিটে রাস্তা দিয়ে চলাচল করা শিক্ষার্থীরাসহ অন্য পথচারীরাও ভোগান্তিতে পড়ছেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘হোমনা-বাঞ্ছারামপুরে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

বাঞ্ছারামপুর সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফারুক হোসেন বলেন, জনদুর্ভোগ লাগবে সড়কটির কাজ শুরু হবে আগামীকাল। আশা করছি খুব দ্রুতই সংস্কার কাজ শেষ করতে পারব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন