খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন সৈয়দ কামরুল হাসান ও গোলাম শফিক
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
ছবি-যুগের চিন্তা
আবু খালেদ পাঠান ফাউন্ডেশন, কিশোরগঞ্জের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। এবার পুরস্কার পেলেন কথা সাহিত্যিক সৈয়দ কামরুল হাসান ও লেখক, প্রাবন্ধিক ও নাট্যকার গোলাম শফিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তন, বাংলামোটর, ঢাকায় এই পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুইজন লেখককে পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও শংসাবচন তুলে দেয়া হয়।
পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক লেখক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক আহমদ বশীর, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি ও কারুকণ্ঠ- সম্পাদক উপল হাসান এবং আবু খালেদ পাঠান ফাউন্ডেশন এর সভাপতি নায়লা ইয়াসমিন, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র-শিক্ষক সম্পর্কটা যেমন স্নিগ্ধ আর পবিত্র, তেমনি মধুর আর চিরদিনের। আবু খালেদ পাঠানের ব্যক্তিত্বের গভীরতা ও কোমলতা ছাত্রদের আজও আকৃষ্ট করে। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান বলে শেষ করা যাবে না। লেখক গবেষক মার্জিয়া লিপির সঞ্চলনায় অনুষ্ঠানে পুরস্কার প্রদান শেষে গান পরিবেশন করেন সর্বপ্রাণ বোধের শিল্পী ও কবি কফিল আহমেদ।
কিশোরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব আবু খালেদ পাঠান এর নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এর আগে গতবছর এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা।
উল্লেখ, বিশিষ্ট চিন্তক ও শিক্ষাবিদ আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন ব্রিটিশ ভারতের তদানিন্তন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেছেন। যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে। কিশোরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। লেখালেখি করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুভার পালন করেছেন। ২০২৩ সালের ১১ অক্টোবর তিনি প্রয়াত হন।



