Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

নরসিংদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ছবি-প্রতীকী

নরসিংদীর শিবপুরে ফার্মেসিতে চুরির অভিযোগে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের সামনে মনোয়ার হোসেন রানার ফার্মেসীতে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী এলাকার আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফার্মেসীর তালা কেটে ভিতরে প্রবেশ করে চুরি করার সময় পথচারীরা দোকানের ভিতরে শব্দ শুনতে পান। এসময় তারা দোকানের মালিককে ফোন করে ফার্মেসির ভিতরে চোর ঢুকেছে বলে জানান। খবর পেয়ে বাড়ী থেকে এসে ফার্মেসী মালিক মনোয়ার হোসেন ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে সাইফুল ইসলামকে চুরির অভিযোগে আটক করে গণপিটুনি দেয়।

পরে আহত সাইফুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করেন। পরে সকালে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হলে আনুমানিক সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলামের মৃত্যু হয়।

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, সকাল ৭/৮ টার দিকে পুলিশ ও তার পরিবারের লোকজন সাইফুলকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। তারা জানায় প্রথমে সাইফুলকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা হাসপাতালে রেফার্ড করেন।

শিবপুর থানা পুলিশ ও নিহতের পরিবারের বরাতে তিনি আরও জানান, তাকে জনগণ চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে সে আহত হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, গণধোলাইয়ে সাইফুল ইসলাম নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন