Logo
Logo
×

সারাদেশ

৭২ ঘন্টায়ও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

৭২ ঘন্টায়ও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের

ছবি : ৭২ ঘন্টায়ও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের

রাজধানী ঢাকার নদ্দা এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদ এর ছেলে মো: নাহিদ (১৩)। নিখোঁজের ৭২ ঘন্টা পেড়িয়ে গেলেও এখনও তার সন্ধান পায়নি পরিবার। 

নিখোঁজ নাহিদ রায়পুরা পৌর শহরের তুলাতুলি এলাকার এম নূর উদ্দিন আহমেদ এর একমাত্র ছেলে। সে রাজধানীর যমুনা ফিউচার পার্ক নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী। 

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার "মারকাযুত তাকওয়া" মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।

নাহিদের বাবা বলেন, বুধবার থেকে আমার ছেলে নাহিদ নিখোঁজ রয়েছে। তাকে খোঁজে পেতে পরিবারের সবাই ছুটাছুটি করছে। আশঙ্কা করা যাচ্ছে ছেলেকে অপহরণ করা হয়েছে। এঘটনায় পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছি। ওই থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান নাহিদকে দ্রæত খোঁজে পেতে সহায়তার আশ^াস দিয়েছেন। তারা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করবেন বলে জানান তিনি। 

তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন তবে নিকটস্থ থানা অথবা ০১৭১৬০০১৪৭১, ০১৭৯০৫৫৬৮২০ নাম্বারে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন