Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম মল্লিক

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম

নরসিংদীতে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম মল্লিক

ছবি : নরসিংদীতে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনে ডিআইজি রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের ডিআইজি  রেজাউল করিম মল্লিক বলেন, আসন্ন শারদীয় দূর্গাপূজাকে সাফল্লমন্ডিত করতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কি কি পদক্ষেপ গ্রহণ করছে এবং আরও কি কি করতে হবে এগুলো দেখার জন্য আমি এসেছি। শুধু পুলিশই নয়, এখানে সেনাবাহিনী, র‌্যাব, আনসারসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য। কোন আসঙ্কা নয় আমি চাই সকলে মিলেমিশে আমরা এই আনন্দ ভাগ করে নিব এবং দশমী পর্যন্ত আমরা একত্রে থেকে কাজ করে যাব। আমরা আনন্দ উৎসবের মধ্যদিয়ে এই পুজাকে উদযাপন করতে চাই। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মাধবদীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ঢাকা রেঞ্জ ডিআইজি  রেজাউল করিম মল্লিক আরও বলেন, আমি এখানে এসে একটি বিষয় দেখে আনন্দিত যে  আপনাদের মধ্যে হিন্দু, মুসলীম, খ্রিস্টান, বৌদ্ধের যে ঐক্যের বন্ধনে আপনারা আবদ্ধ হয়েছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সন্তোষ প্রকাশ করে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ সহ সকলকে সর্বদা সোচ্চার থাকা, একে অপরের পরিপূরক হয়ে কাজ করা এবং ঐক্যেবদ্ধ হয়ে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে পালন করার আহ্বান জানান।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধাম ও লোকনাথ ব্রক্ষচারী পূজা মন্ডব পরিদর্শন করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন নবনিযুক্ত পুলিশ সুপার মো: মেনহাজুল আলম ও জেলা প্রশাসক মো: আনোয়ার হোসাইনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মাখন দাস, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

এদিকে পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশিত করতে প্রশাসনের এমন সক্রিয় উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্থি ও সন্তোষ প্রকাশ পায়। আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরনে প্রশাসন ও সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সনাতন ধর্মাবলম্বীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন