Logo
Logo
×

সারাদেশ

পিআর আপনারা বুঝেন, কিন্তু না বুঝার ভান করছেন : রোকন রেজা

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

পিআর আপনারা বুঝেন, কিন্তু  না বুঝার ভান করছেন : রোকন রেজা

ছবি : মিঠামইনে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ বলেছেন, “কেয়ারটেকার সরকার আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আপনারা (বিএনপি) হাসাহাসি করেছিলেন, পরে ঠিকই বুঝেছিলেন। এখনো ঘুমের ভান করছেন। পিআর (Proportional Representation) কি তা আপনারা ভালো ভাবেই জানেন, কিন্তু অভিনয় করছেন না বুঝার ভান করছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের মিঠামইনে ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

এসময় তিনি বলেন, “১৯৯৬ সালের নির্বাচনেও যখন কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন হয়েছিল, তখনও আপনারা হাসাহাসি করেছিলেন। তখন অনেকেই বলতো—কেয়ারটেকার সরকার কি জিনিস? অথচ সেই ব্যবস্থার রূপকার ছিলেন প্রফেসর গোলাম আযম। এখন কেয়ারটেকার সরকার ব্যবস্থাই সবার কাছে গ্রহণযোগ্য। ঠিক তেমনি পিআরও আপনারা বুঝেন, কিন্তু বুঝেন না ভান করছেন। বর্তমান সময়ের জন্য পিআর পদ্ধতিই সবচেয়ে উৎকৃষ্ট নির্বাচন ব্যবস্থা।”

রোকন রেজা আরও বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে সাধারণ ছাত্ররা যেভাবে ভোট দিয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও তেমনিভাবে যোগ্য ছাত্রদের ভোট দেয়া হবে। একইভাবে দেশের প্রতিটি এলাকায় মানুষ চাঁদাবাজদের বয়কট করবে। আগামী নির্বাচনে চাঁদাবাজদের বয়কট করে জনগণ জামায়াতে ইসলামীর প্রার্থীদের সংসদে পাঠাবে এবং ক্ষমতায় আনবে।”

সমাবেশে উপজেলা আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা এ কে এম আব্দুস সালামের নেতৃত্বে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন