Logo
Logo
×

সারাদেশ

পতিত জমিতে তরমুজ চাষে বিস্ময়কর সাফল্য পাইকগাছার বিধানের

Icon

মো. ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম

পতিত জমিতে তরমুজ চাষে বিস্ময়কর সাফল্য পাইকগাছার বিধানের

পতিত জমিতে তরমুজ চাষে বিস্ময়কর সাফল্য পাইকগাছার বিধানের

যেখানে একসময় আগাছায় ভরা পতিত জমি ছিল সাপ, ইঁদুর আর পোকামাকড়ের অভয়ারণ্য, সেই খালপাড় আজ রূপ নিয়েছে সবুজ শস্যের অপূর্ব প্রান্তরে। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির ২২ নম্বর পোল্ডারের ডিহিবুড়া খালের দুই পাড়ে গড়ে উঠেছে এই দৃশ্যপট। এর কারিগর তরুণ কৃষি উদ্যোক্তা বিধান মণ্ডল।

মাছ চাষের পাশাপাশি খালের দুপাড়ে পতিত জমিকে কাজে লাগিয়ে তিনি শুরু করেছেন আধুনিক কৃষি উদ্যোগ। দেশি-বিদেশি নানা জাতের ফল ও সবজি ফলিয়ে ইতোমধ্যেই তিনি সৃষ্টি করেছেন নতুন দৃষ্টান্ত। স্থানীয়রা বলছেন, বিধান মণ্ডলের হাত ধরেই খালপাড় এখন ফসলের খামার, যা বাজারজাত হয়ে পৌঁছাবে কোটি টাকার ঘরে।

উপজেলার কালিনগর-সেনেরবেড় অবস্থিত ডিহিবুড়া খালের আয়তন প্রায় ১৫ একর। সরকারি উদ্যোগে খনন করা হলেও দীর্ঘদিন তা অব্যবহৃত ছিল। ইজারা নেওয়ার পর বিধান মণ্ডল সেখানে মাছ চাষ শুরু করেন এবং খালের দুই পাড়ের প্রায় ৩৩ একর জমি কৃষি আবাদে নিয়ে আসেন। খালের দুপাশজুড়ে মাচায় ঝুলছে ১১ জাতের অফসিজন তরমুজ, ৮ জাতের সামমাম, ৬ জাতের বাঙ্গিসহ ১৭৩ প্রজাতির ফল ও সবজি।

ফলনের হিসাবে, ৩০ হাজার তরমুজ গাছে উৎপাদন হবে প্রায় ৬০–৬৫ হাজার তরমুজ, যার বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৬০–৬৫ লাখ টাকা। এছাড়া ২৪ হাজার সামমাম গাছে ফল ধরেছে ১৫ লাখ টাকার সমপরিমাণ। নিয়মিত বাজারজাত হচ্ছে করলা, লাউ, বরবটি ও কুমড়াসহ নানান সবজি। ইতোমধ্যেই প্রতিদিন গড়ে ৩৫–৪০ জন নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলছেন, পতিত জমিকে কাজে লাগিয়ে বিধান মণ্ডল শুধু কৃষিই গড়ে তোলেননি, তিনি দেখিয়েছেন নতুন স্বপ্ন। অনেকেই এখন কৃষিকাজে আগ্রহী হয়ে উঠছেন। খামার দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসছেন, যা এলাকাজুড়ে কৌতূহল ও উৎসাহ তৈরি করেছে।

তবে সফলতার মাঝেও তার দুশ্চিন্তা রয়েছে দুর্বল যোগাযোগ ব্যবস্থা নিয়ে। বিধান মণ্ডল বলেন, ফসল বাজারজাত করতে ভাঙা রাস্তা ও খারাপ পরিবহন ব্যবস্থার কারণে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। কর্তৃপক্ষ যদি এ সমস্যার সমাধান করে, তবে আমাদের মতো কৃষকদের স্বপ্ন আরও বড় পরিসরে বাস্তবায়িত হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমিত দেবনাথ জানান, আধুনিক কৃষি উদ্যোগকে সফল করতে বিধান মণ্ডল ইউটিউব ও কৃষি গ্রুপ থেকে উন্নতমানের বীজ সংগ্রহ করেছেন, ব্যবহার করেছেন জৈবসার এবং উন্নত বালাইনাশক। উপজেলা কৃষি অফিস শুরু থেকে পরামর্শ দিয়ে পাশে রয়েছে।

একসময় অবহেলায় পড়ে থাকা খালপাড় আজ সবুজে ভরা এক জীবন্ত উদাহরণ। কৃষক বিধান মণ্ডলের হাতে পাইকগাছায় ঘটে যাওয়া এই সবুজ বিপ্লব এখন কৃষি উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত হয়ে উঠছে।এক সময় যে খালপাড় অন্ধকারে ঢাকা ছিল, আজ সেখানে ভোরের রোদে ঝলমল করছে সবুজের সমারোহ। কৃষক বিধান মণ্ডলের হাত ধরে পাইকগাছায় যে সবুজ বিপ্লব ঘটছে, তা শুধু কৃষি উৎপাদনই নয়, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন জানান, দ্বীপ বেষ্টিত দেলুটী ইউনিয়নের কালীনগর এলাকায় বিধান মন্ডল পতিত জমিতে আধুনিক কৃষি প্রজেক্ট তৈরি করেছেন। সেখানে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল ফসল উৎপাদন করে সাড়া ফেলেছেন। উপজেলা কৃষি অফিস শুরু থেকে পরামর্শ দিয়ে পাশে থেকে কাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন