শেরপুরে আন্ডারপাস ব্রিজে সন্ধ্যা নামলেই মাদকসেবীদের দৌরাত্ম্য
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বগুড়া বাজার আন্ডারপাস ব্রিজ এলাকায় সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদকসেবীরা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে নানা বয়সী মাদকসেবীদের আড্ডা জমে ওঠে এই আন্ডারপাসকে ঘিরে।
স্থানীয়রা জানান, বিশেষ করে আন্ডারপাস ব্রীজের পশ্চিম পাশের ফোর লেন সড়কের কাজ করা জন্য টিন দিয়ে ঘেরা পরিত্যক্ত জায়গাটিই পরিণত হয়েছে মাদক কেনাবেচা ও সেবনের নিরাপদ স্থানে। সেখানে সন্ধ্যার পর মাদকসেবীদের অবাধ আনাগোনা চলে।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানদার বলেন, আমরা বাসস্ট্যান্ডে দোকান চালাই, কিন্তু রাত হলেই মাদকসেবীদের ভিড় দেখা যায়। তাদের দেখে ভয় লাগে। অনেক সময় ঢাকা থেকে আসা যাত্রীদের কাছ থেকেও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, ওই এলাকায় টহল পুলিশ থাকে। তবে এলাকাটি বড় হওয়ায় সমস্যা হতে পারে। আজ থেকেই সেখানে টহল বাড়ানো হবে।



