রূপগঞ্জে পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ পিএম
ছবি-সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পুকুর থেকে অজ্ঞাত ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায় মঙ্গলবার বিকেলে রুপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্ব রোড মার্কাস মসজিদের সামনের একটি পুকুর থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানাই মঙ্গলবার বিকেলে ওই শিক্ষার্থীর লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয় । পড়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মাদ্রাসার শিক্ষার্থীর পরিচয় এখনো পাওয়া যায়নি।



