নাটোরে হানিফ বাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, ছেলে গুরুতর আহত
নাটোর প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
ছবি : সংগৃহীত
আজ (২১ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী হানিফ গাড়ির ধাক্কায় নাটোর শহরের ছায়াবানী ট্রাফিক মোড়ে মাছ ব্যবসায়ী মজনু আলী (৪৪) পিতা মফিল আলী নিহত হয়েছেন এবং সাথে আহত হয়েছেন নিহতের ছেলে রাব্বি আলী।
পরিবার সূত্রে জানা যায় নিহত মজনু আলীর বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলা তমালতলা বাবা ছেলে দুজনেই তারা মাছের ব্যবসা করেন। আজ সকাল ভোরে তারা বাড়ি থেকে নাটোরে মাছ কিনার উদ্দেশ্যে শ্যালো ইঞ্জিল চালিত ভুটভুটি নিয়ে রওনা হন। শহরের ছায়াবানী মোড় এলাকা আসলে অপর দিক থেকে দ্রুতগতির একটি হানিফ গাড়ি এসে ধাক্কা দিলে বাবা এবং ছেলে দুজনেই আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নাটোর সদরের হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মজনু নিহত হন এবং ছেলে রাব্বিকে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
স্থানীয়রা বলছেন হানিফ গাড়ি চালকেরা বরাবরই রাস্তায় দ্রুত বেগে গাড়ি চালান শহরের ব্যস্ততম এ জায়গায় দ্রুত গতি গাড়ি চালানোর কারণেই এমন সড়ক দুর্ঘটনা ঘটেছে।



