বরগুনায় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
ছবি : সংগৃহীত
বরগুনা জেলাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণার পর আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও আবারও ভয়াবহ রূপ নিচ্ছে পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় জেলার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গু ও এর উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে, যা জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মৃত ব্যক্তিরা:
হাসান (২৫) – আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে
সিদ্দিক মোল্লা (৪৫) – কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে
নুরজাহান বেগম (৭৫) – রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লারের স্ত্রী
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিদ্দিক মোল্লা ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন, কিন্তু বরিশালে রেফার্ড করা হলেও তাকে সেখানে না নিয়ে স্থানীয় হাসপাতালে রেখে দেওয়া হয়, ফলে সকালে তার মৃত্যু হয়। হাসান নামে আরেক রোগী রক্ত বমি শুরু হলে বরিশালে নেওয়ার পথে মারা যান। নুরজাহান বেগম ভর্তি ছিলেন বুকে ব্যথা নিয়ে, তারও ডেঙ্গু উপসর্গ ছিল, তবে পরীক্ষার আগেই মৃত্যু হয়।
রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, “তিনজনই গতকাল রাতে ভর্তি হয়েছিলেন। একজনকে বরিশালে রেফার্ড করা হলেও না নেওয়ায় মৃত্যু হয়। অন্য দুইজনের ডেঙ্গু উপসর্গ থাকলেও পরীক্ষার আগেই মৃত্যু হওয়ায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তারা ডেঙ্গুতে মারা গেছেন কিনা।”
বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি:
এ বছর আক্রান্ত: ৬,৯২৪ জন
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ৬,৭৮৯ জন
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি: ৪৫ জন
বর্তমানে ভর্তি: ১৩৫ জন
জেলায় মোট মৃত্যু: ১০ জন
দেশের অন্যান্য হাসপাতালে বরগুনার মৃত্যু: অন্তত ৪০ জন
এই পরিস্থিতি বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরছে, বিশেষ করে সচেতনতা, চিকিৎসা ব্যবস্থা এবং রোগী ব্যবস্থাপনায় দ্রুততা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।



