মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের ধাওয়ায় নদীতে ঝাঁপ,খোঁজ মেলেনি ২১ ঘণ্টায়ও
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়ায় নুরুল ইসলাম গাজী (৫৫) নামের এক ব্যক্তি আন্ধারমানিক নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল থেকে নদীর তীরে ভিড় করছেন তাঁর স্বজন ও স্থানীয়রা।
নিখোঁজ নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, শুক্রবার দুপুরে তাঁর বাবা পৌর শহরের বাদুড়তলী এলাকায় একটি অটোরিকশায় বসে ছিলেন। সে সময় কর্মকর্তারা মাদকসহ চালককে আটক করেন। পরে নুরুল ইসলামকে ধাওয়া করলে তিনি আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেল থেকেই উদ্ধার অভিযান চালালেও এখনো তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, খবর পাওয়ার পর থেকেই দলটি কাজ করছে, অভিযান চলমান আছে।
অন্যদিকে, কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির ধাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।



