স্বৈরাচারকে বিদায় করে আমরা গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি: ড. আবদুল মঈন খান
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
ছবি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, আমরা এদেশ থেকে স্বৈরাচারকে বিদায় করে গণতন্ত্রের পথ উন্মুক্ত করেছি। স্বৈরতন্ত্র থেকে আমরা মুক্তি পেয়েছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। আজ থেকে ১ বছর আগে সেই ছাত্র-জনতার বিপ্লব চূড়ান্ত পর্যায়ে এসেছিল বিএনপি ও গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের ফলে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে রুপান্তর করতে হবে। আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কেউ যেন একজনের ভোট আরেকজনে ছিনিয়ে নিতে পারে না যেটা আওয়ামীলীগ করেছিল। আমরা চাই আপনাদের গণতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে পারে না, তাই আপনারা নিজের অধিকার নিজেরা প্রতিষ্ঠা করবেন।
তিনি বলেন, বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে যেই গণতন্ত্রে মানুষের ভোটের অধিকার, অর্থনৈতিক অধিকার ও স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত হয়। আমরা কারও উপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের কথা ও উপদেশ শুনে। মানুষ যা চায় তা কিন্তু আমরা করতে বাধ্য থাকি আর এটাই হচ্ছে গণতন্ত্রের রীতিনীতি।
তিনি আরও বলেন, বিএনপি চায় আগামীতে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশের উপর তাদের গণতান্ত্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন।
তিনি ১৯৯১ সালে এমপি নির্বাচিত হয়ে পলাশে নিরলস ভাবে উন্নয়ন করেছিলেন উল্লেখ করে বলেন, পলাশ একটি শান্তিপূর্ণ এলাকা যেখানে আমরা সকলে ধনী-দরিদ্র, জাতি ধর্ম, বর্ণ কোনো ভেদাভেদ না করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। আমাদের প্রতিবেশী দেশ ভারতে যখন বাবরী মসজিদ ভাঙা হয় তখন আমি বিদেশে ছিলাম। সেখান থেকে নরসিংদীর এসপি ডিসিকে আমি নির্দেশ দিয়েছিলাম, এ ঘটনায় বাংলাদেশে কোথায় কি হচ্ছে এটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু পলাশে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কারও গায়ে যেন ফুলের ছোয়া না পড়ে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, জিনারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন প্রমুখ।



