গোয়ালঘরের সিঁদ কেটে কৃষকের ৫ গরু চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম
বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের আঁশগ্রামে গোয়ালঘরে সিঁদ কেটে কৃষক আব্দুর রাজ্জাকের ৫টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, মাটির তৈরি গোয়ালঘরের জানালার নিচ দিয়ে সিঁদ কেটে গরুগুলো বের করে নিয়ে যায় চোরেরা। এ সময় পাশের বাড়ির গেট বাইরে থেকে সিটকারি লাগিয়ে আটকে দেওয়া হয়েছিল, যাতে কেউ বাইরে বের হতে না পারেন। সকালে প্রতিবেশী নারগীছ বেগম গোয়ালঘরের সিঁদ কাটা দেখে চুরির বিষয়টি সবার নজরে আনেন।
কৃষক আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে উঠে দেখেন গোয়ালঘর থেকে তিনটি বড় গরু ও দুটি বাছুর নেই। বাছুর দুটির বয়স আনুমানিক দেড় বছর ও এক বছর।
তিনি বলেন, আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে গরুগুলো কিনেছিলাম। সবকিছু শেষ হয়ে গেল।
ভুক্তভোগী কৃষক থানায় জিডি করবেন বলে জানিয়েছেন।



