Logo
Logo
×

সারাদেশ

শ্যামনগরে আটুলিয়া–গাঁতিদার সড়কটি যেন দুর্ভোগের প্রতীক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ এএম

শ্যামনগরে আটুলিয়া–গাঁতিদার সড়কটি যেন দুর্ভোগের প্রতীক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকী বাজার থেকে গাঁতিদার সেতু পর্যন্ত সড়কটি এখন স্থানীয়দের জন্য দুর্ভোগের প্রতীক হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ পড়ে থাকা এবং ঠিকাদারের গাফিলতির কারণে এলাকাবাসীর জীবনযাত্রা নাজুক অবস্থায় পৌঁছেছে।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত, ইটের খোয়া ও খানাখন্দে ভরা অবস্থা। সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুসমান পানি, আর রোদে ধুলাবালিতে চারপাশ অন্ধকার হয়ে যায়। পথচারী, যাত্রী ও ব্যবসায়ী সবাই সমানভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দুই-তিন বছর ধরে একই দুর্দশায় আছেন তারা। ধুলাবালির কারণে শ্বাসকষ্ট বেড়েছে, ঘরে বসবাসও দুর্বিষহ হয়ে পড়েছে। ভ্যান ও মোটরযান চালকরা জানান, বড় বড় খোয়া পড়ে থাকায় গাড়ি নষ্ট হচ্ছে, প্রতিদিনই মেরামত করতে হচ্ছে। কৃষকেরা ধান-চাল বাজারে নিতে পারছেন না, গাড়ি উল্টে যাচ্ছে বা আটকে যাচ্ছে।

গৃহবধূ রোকেয়া খাতুন বলেন, বাড়ির দরজা-জানালা বন্ধ করেও ধুলা আটকানো যায় না। ছোট বাচ্চাদের শ্বাসকষ্ট বেড়ে গেছে। ব্যবসায়ী শাহিনুর রহমান জানান, দোকান চালানোই কষ্টকর হয়ে পড়েছে। গ্রাহক এ রাস্তা দিয়ে আসতে চায় না, ব্যবসা মন্দা হয়ে গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, বিষয়টি বারবার ঠিকাদারকে বলা হলেও কোনো অগ্রগতি হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন বলেন, জনগণের অভিযোগ আমরা গুরুত্বসহকারে দেখছি। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঠিকাদার নুরুল হক মোল্লার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন