Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গামাটির কাচালং বালিকা বিদ্যালয়টি দীঘদিন পানির নিচে

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম

রাঙ্গামাটির কাচালং বালিকা বিদ্যালয়টি দীঘদিন পানির নিচে

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম । এই বিদ্যালটি বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও বিদ্যালয়টি এখন নিজেই বন্যার কবলে পড়ে আছে। এই বিদ্যালয়ে এখন হাঁটুপানি। বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম।

এলাকা বাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিক বৃদ্ধি ও টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে আসায় বাঘাইছড়িতে বন্যা দেখা দিয়েছে। বন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল গত ১০দিন ধরে প্লাবিত হয়ে আছে। ডুবে গেছে উপজেলার বিভিন্ন সড়ক। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বাঘাইছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ।

শিক্ষকরা জানিয়েছেন, বন্যার পানির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাঘাইছড়ি সদরের কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়টি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থীরা বিদ্যালয়ে ক্লাসে উপস্থিত হতে পারছেন না। এই বিদ্যালয়সহ, নিম্নাঞ্চল প্লাাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলার আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, প্রতিবছর বর্ষায় পানি বাড়লে বিদ্যালয়টি ডুবে যায়। এতে অনেক সময় শিক্ষার্থীদের কোমর সমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। এবার পুরো বিদ্যালয়টি হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে এর যাবতীয় কার্যক্রম। সূত্র মতে প্রতিবছর বাঘাইছড়িতে ৩ থেকে ৪ বার বন্যা হয়। এবার চতুর্থ বার বিদ্যালটি ডুবে রয়েছে। কিন্তু সমাধানের কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, নেমে আসা পাহাড়ি ঢলের বন্যায় প্লাবিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করতে হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা প্রশাসন ও শিক্ষা বোর্ডের কাছে আবেদন করেছি। দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হবে।

বাঘাইছড়ি উপজেলার নিবাহী কর্মকর্তা আমেনা মারজান বিষয়টি স্বীকার করেছেন। তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান। # মোহাম্মদ আলী

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন