Logo
Logo
×

সারাদেশ

তিস্তায় সেতু রক্ষা বেড়ি বাঁধে ভাঙ্গন

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

তিস্তায় সেতু রক্ষা বেড়ি বাঁধে ভাঙ্গন

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধটিতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে ৯০০ মিটার বাঁধের প্রায় ১০০ মিটার জায়গার ব্লক ধসে গিয়ে স্থানটিতে প্রায় ৭০ ফুট গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে মহিপুর সেতু, লালমনিরহাট-রংপুর অঞ্চলের যোগাযোগ সড়কসহ ওই এলাকার প্রায় ১২০০ পরিবার।

স্থানীয়রা জানান, আগের দুই বারের বন্যায় বাঁধে ভাঙ্গন দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলজিইডিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নড়েচড়ে বসেনি। ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় নতুন করে সেতু রক্ষা বেড়ি বাঁধে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে তিস্তা দ্বিতীয় সেতু। বর্তমান পরিস্থিতিতে নদীতে পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের ব্লকের নিচ থেকে তীব্র স্রোতে মাটি সরে গিয়ে বাঁধ ভেঙ্গে যাচ্ছে।

সেতু রক্ষা বাঁধে ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। তিনি বলেন, উজানের ঢলে বাঁধের উল্টো দিকে চর পরায় নদীর পানি সরাসরি বাঁধে আঘাত হানছে। এতে সড়ক ও জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম অংশে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী ওবায়দুল রহমান বলেন, রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তিন মাস আগে সাইট পরিদর্শন করেছেন। তার পরের পদক্ষেপ জানার জন্য আমরা পুনরায় কথা বলব।

এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বাঁধটি সেতুর সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এটির রক্ষণাবেক্ষণ পানি উন্নয়ন বোর্ডের হাতে নেই। যে কারণে তারা এটির সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।

এদিকে এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, আমরা খবর নিয়েছি সকাল থেকে তীব্র ভাঙন দেখা দিয়েছে সেতু রক্ষা বাঁধটিতে। আমাদের একটি টিম কাজ করছে। তবে পানি বেশি থাকায় কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। আশা করছি পানি কমে গেলে দ্রুত বাঁধটি মেরামত করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া দ্বিতীয় সংযোগ তিস্তা সেতুটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার সঙ্গে গঙ্গাচড়া লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুরকে সড়কপথে যুক্ত করেছে। সেতুটি ৮৫০ মিটার দীর্ঘ এবং ৯.৬ মিটার প্রস্থের, এতে ১৬টি পিলার ও ১৫টি স্প্যান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন