Logo
Logo
×

সারাদেশ

মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৮ স্কুলশিক্ষার্থী অসুস্থ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৮ স্কুলশিক্ষার্থী অসুস্থ

গাজীপুরের কাপাসিয়ায় মেয়াদোত্তীর্ণ চকলেট খেয়ে ৮ স্কুলশিক্ষার্থী অসুস্থ হওয়ার সংবাদ পাওয়া গেছে। ওই অসুস্থ শিক্ষার্থীরা হলো উপজেলার টোক ইউনিয়নের ১৬নং কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, বুধবারে টিফিনের সময় শিক্ষার্থীরা স্কুলের পার্শ্ববর্তী জাহানারা দোকান থেকে আঁখি মিল্ক লজেন্স খাওয়ার কিছুক্ষণ পরে তাদের বমি হয় এবং চিকিৎসা করে নিজেরাই নিজেদের বুকে থাপ্পড় দিতে থাকে। এ সময় সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে দ্রুত প্রধান শিক্ষক শিক্ষার্থী সিহাব, মিম আক্তার, চম্পা, সুবর্না, সুমাইয়াকে, মিম ও মারিয়াসহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর ১ শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

এ বিষয়ে দোকানি জাহানারা বলেন, অনেক দিন যাবত টোক নয়ন বাজারের আমির উদ্দিনের কাছ থেকে পাইকারি মাল এনে বাড়িতে বিক্রি করি কিন্তু খেয়ে কেউ অসুস্থ হয়নি; আজ লজেন্স খেয়ে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে আমি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

এ ব্যাপার কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার বলেন, পার্শ্ববর্তী জাহানারার দোকানের আঁখি মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে পাঠানো হয়

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন