হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ২
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি টিপ ছুরি, তিনটি ধারালো দা এবং একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ২টার দিকে দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশনের ফতেয়াবাদ এলাকায় একটি পরিত্যক্ত গুদামে যৌথ এ অভিযান চালায় হাটহাজারী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাহাব উদ্দিন (৪৬) এবং মো. আনিছ (৩০)। তারা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অন্য ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান , অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



