কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত
কুড়িগ্রাম, প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম
ছবি-যুগের চিন্তা
বুধবার সকাল থেকে অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবতি হয়ে পড়ছে নদ-নদী অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ক্ষতরি মুখে পড়ছে চরাঞ্চলরে কৃষকরা।
টানা বৃষ্টির কারণে জন জীবনে বিপর্যয় নেমে এসেছে। শহর মানুষের চলাচল কমে গেছে। অনেক জায়গায় বৃষ্টির পানি জমে মানুষে দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানায়, পানি আরও বৃদ্ধির কারণে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলরে ক্ষতি হবে।
বুধবার স্থানীয় পানি উন্নয়ন র্বোডরে তথ্য মতে দুধকুমার নদীর পানি নাগশ্বেরী উপজলোর পাটশ্বেরী পয়েন্টে বপিদসীমার ৪২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৪১ সেঃমিঃ নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোড।



