Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে সমাবেশ

Icon

রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকটের প্রতিবাদে সমাবেশ

ছবি-যুগের চিন্তা

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা শহরের শাপলা চত্বরে ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। এতে সাধারণ কৃষক চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটি। অথচ কালোবাজারী, সিন্ডিকেট ও ডিলারদের অনিয়মের কারণে কৃষকদের ধান চাষ হুমকির মুখে পড়েছে। বক্তারা দ্রুত এ সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ‘রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের' কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মন্তাজ আলী, সদস্য সচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম ও ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মো. ফারুক হোসেন। মামুনুর রশীদ মামুন, এনাম রাজু প্রমুখ।

সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম এবং সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমূখ

এসময় ‘জাগো কৃষক, সংঘবদ্ধ হও’ এই স্লোগানে পুরো কর্মসূচি মুখরিত হয়ে ওঠে। কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই ন্যায্য অধিকার আদায় সম্ভব বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা।

বিক্ষোভ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তিন দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের নেতৃবৃন্দ

দাবিগুলো হলো- জেলায় ডিলারের সংখ্যা বৃদ্ধি করতে হবেকালোবাজারিঅতিরিক্ত দামে সার বিক্রির প্রবণতা বন্ধ করতে হবেসিন্ডিকেট ভেঙে দিয়ে সারের ন্যায্য সরবরাহ নিশ্চিত করতে হবে

কৃষকরা বলেন, ভরা আমন মৌসুমে সার না পেলে তাদের ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে কৃষি উৎপাদনে ভয়াবহ সংকট দেখা দিতে পারে, যা সারাদেশের খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন