Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধের তৃতীয় দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে অবরোধের তৃতীয় দিন

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় কয়েকজন স্থানীয় জনতা অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়, ফলে সড়ক অবরোধ সম্ভব হয়নি।

ভাঙ্গা রেলওয়ে থানার প্রস্তাবিত উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, “রেলপথে কোনো প্রতিবন্ধকতা নেই। সকাল থেকে নকশিকাঁথা কমিউটার, জাহানাবাদ এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস যথাসময়ে চলাচল করেছে।”

ভাঙ্গা থানা পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে রয়েছে। পুখুরিয়ায় স্থানীয়রা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে।”

তবে কয়েকজন আন্দোলনকারী জানান, “দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। এটি ন্যায্য আন্দোলন, কেউ যেন ফ্যাসিস্ট বা রাজনৈতিক রং না মাখায়। আলগী ও হামিরদী ভাঙ্গার ছিল, ভাঙ্গারই থাকবে—এটাই আমাদের শেষ কথা।”

তারা আরও বলেন, “আমরা জানি আন্দোলন মানে ভোগান্তি, কিন্তু ভাঙ্গা রক্ষার প্রশ্নে কোনো আপস নেই। প্রয়োজনে রাত কাটাবো মহাসড়কে। আমরা শান্তিপ্রিয়, কিন্তু অবিচার হলে প্রতিবাদ করবই।”

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হামিরদী ও আলগী ইউনিয়নের মনসুরাবাদ, পুখুরিয়া, সুয়াদী এলাকার বাজার ও দোকানপাট কম খুলেছে। চাপা ক্ষোভ ও নিরাপত্তা শঙ্কায় অনেকেই রাতে নিজ ঘরে না থেকে আত্মীয়দের বাড়িতে রাত্রিযাপন করেছেন।

উল্লেখ্য, আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ আসনে যুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে গত রোববার থেকে তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয় জনতা। তৃতীয় দিনে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আন্দোলনের আবেগ ও প্রতিজ্ঞা অটল রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন