Logo
Logo
×

সারাদেশ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শুরু হয় এই অবরোধ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টা থেকে মহাসড়কে পুলিশ ও আনসার মোতায়েন থাকায় বেলা ১১টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। এরপর ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ে এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে এলাকাবাসী। একইসঙ্গে সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায়ও মহাসড়ক আটকে দেওয়া হয়।

হামিরদী ও সুয়াদী ইউনিয়ন থেকে শত শত মানুষ সুয়াদী এলাকা থেকে “লং মার্চ টু ভাঙ্গা” মিছিল করে প্রায় ৭ কিলোমিটার দূরে ভাঙ্গা উপজেলার দিকে রওনা হন, এবং মহাসড়কে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “সকাল থেকে আমরা চেষ্টা করেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। কিন্তু বেলা ১১টার পর আন্দোলনকারীরা দুইটি মহাসড়ক অবরোধ করে, ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর গতকাল রোববার থেকে তিনদিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করেছে স্থানীয় জনতা। আজ এই কর্মসূচির দ্বিতীয় দিন চলছে, এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন