Logo
Logo
×

সারাদেশ

ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

ফরিদপুরে সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে, যার ফলে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করে ভাঙ্গা উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সম্মিলিতভাবে এই অবরোধের ঘোষণা দেয়।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন, “নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তাতে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে অযৌক্তিকভাবে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়েছে। এটি অগণতান্ত্রিক ও জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “নগরকান্দা ও সালথা উপজেলা ভৌগোলিকভাবে ভাঙ্গা থেকে অনেক দূরে, এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগের দিক থেকেও কোনো সম্পর্ক নেই। এই সিদ্ধান্ত দুই ইউনিয়নবাসীর জন্য বিপর্যয় ডেকে আনবে।”

আন্দোলনকারীরা দাবি করেন, নির্বাচন কমিশন তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে। দুই ইউনিয়নের সীমানা পুনরায় ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে।

অবরোধের স্থানগুলো হলো:

ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি, মুনসুরাবাদ, পুলিয়া বাসস্ট্যান্ড

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা হাসপাতাল গেট, মাধবপুর, হামিরদী, পুখুরিয়া বাসস্ট্যান্ড

রেলপথের পুখুরিয়া রেল ক্রসিং

তিন দিনব্যাপী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। এরপর প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান এবং নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

আন্দোলনকারীরা নির্বাচন কমিশনকে অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন এবং জনগণের দাবিকে গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন