দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত-১
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
ছবি-প্রতীকী
লক্ষ্মীপুরের কমলনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাসান (৩৮) রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের সুজনগ্রাম এলাকার নুর সোলেমানের ছেলে। আহতরা হচ্ছেন অটোরিকশা চালক আবু তাহের (৫২), যাত্রী সাইফুল্লাহ (৫৫), মিরাজ (৩০) ও আক্তার হোসেন (৩৫)। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, লক্ষ্মীপুর থেকে হাজিরহাটগামী সিএনজিচালিত একটি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশার চালক হাসান, ব্যাটারিচালিত অটোরিকশা চালক আবু তাহের, যাত্রী সাইফুল্লাহ, মিরাজ ও আক্তার গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতিতে রাতেই সিএনজি চালক হাসানকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা দু’টি উদ্ধার করেছেন।



