Logo
Logo
×

সারাদেশ

দুই ভাইয়ের বিরোধে চলাচলের রাস্তা বন্ধ

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

দুই ভাইয়ের বিরোধে চলাচলের রাস্তা বন্ধ

দুই ভাইয়ের বিরোধে রাস্তা বন্ধ, ভোগান্তিতে ৫০ পরিবার

রংপুরের পীরগাছায় জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন আবদুল মালেক নামে এক ব্যক্তি। এর ফলে গত পাঁচ দিন ধরে অন্তত ৫০টি পরিবারের ভোগান্তি চরমে পৌঁছেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুক ইসাদ ডোবারপাড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের বাড়িসংলগ্ন এলাকায়।

স্থানীয়রা জানান, উপজেলার দুধিয়াবাড়ি ঈদগাহ মাঠ থেকে সেলিম মিয়ার বাড়ির পাকা রাস্তা হয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মাস্টারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করতেন। ওই রাস্তাটি দীর্ঘদিনের চলাচলের পথ হলেও আব্দুল মালেক ও তার ভাই সবুজ মিয়ার মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল।

সম্প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে জমি মাপজোখ করে ভাগ করে দেওয়ার পর গত বৃহস্পতিবার হঠাৎ আব্দুল মালেক বাঁশ দিয়ে রাস্তাটি আটকে দেন। এতে উভয়পাশে বসবাসরত ৫০টিরও বেশি পরিবারের চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষসহ হাজী মমতাজ নওহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক মহির উদ্দিন বলেন, শিক্ষিত মানুষ হয়েও আব্দুল মালেক অমানবিক কাজ করেছেন। জনগণের চলাচলের রাস্তা বন্ধ করা কোনোভাবেই ন্যায়সংগত নয়।

অভিযুক্ত আব্দুল মালেক অবশ্য রাস্তা বন্ধ করার বিষয়টি স্বীকার করে বলেন, রাস্তার দুই পাশসহ পুরো জায়গাই আমার জমি। তাই আমি বন্ধ করেছি।

এ বিষয়ে পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বলেন, বিষয়টি স্থানীয়রা আমাকে জানিয়েছেন। আমি উভয়পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন