Logo
Logo
×

সারাদেশ

পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন বিষয়ে কর্মশালা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

পার্বত্য জেলার ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন বিষয়ে কর্মশালা

ছবি-যুগের চিন্তা

পার্বত্য চট্টগ্রামের বিরাজমান ভূমি সমস্যা এখানের সকলকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় অংশীজনদের অংশগ্রহণে পার্বত্য জেলা সমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেছেন

।তিনি বলেন,পৃথিবীর বিভিন্ন দেশে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যাান রয়েছে, কোথায় কি হবে না হবে সব বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। ভূমি ব্যবস্থাপনা নিয়ে আমাদের দেশে তা এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। তাই ডিজিটাইজেশসনের মাধ্যমে ভূমি সমস্যা সহজভাবে সমাধান করা যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সরকার কাজ করে যাচ্ছ।

চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ, হেডম্যান-কার্বারী ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, সনাতন সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা এবং বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান যাতে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে সেজন্য সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠান দু’টি সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে কার্যকরি উদ্যোগ নেয়ার অনুরোধ জানান।

সভায় ভূমি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য কাজ এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী ভূমি বিষয়ক একটি ভিডিও তথ্যচিত্র প্রোজেক্টরের মাধ্যমে সকলের নিকট তুলে ধরেন

এছাড়া পার্বত্য জেলা সমুহের বর্তমান পদ্ধতিতে ভুমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের আওতায় আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

কর্মশালা শেষে রাঙ্গামাটি ,খাগড়াছড়ি ও বান্দবান পার্বত্য জেলার সার্কেল চীফ, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক,হেডম্যান, কার্বারীদের নিয়ে পৃথক একটি সভা অনুষ্ঠিত হয়েছে

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন