রাঙ্গামাটির মাইনিবাজারে দোকানসহ ১১ ঘর পুড়েছে
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
ছবি-যুগের চিন্তা
জেলার লংগদু উপজেলার বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড দোকান ও ঘরসহ ১১টি স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মাইনীমুখ এলাকায় হোটেল নিশার পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। লঞ্চঘাটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে কীভাবে আগুন লেগেছে এ সম্পর্কে জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু জোনের সেনাবাহিনীর একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়।আগুনে দুটি হোটেল, দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি দোকান ও পেছনে থাকা কয়েকটি বাসাবাড়ি আগুনে পুড়ে গেছে।
আগুনে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মরা ।



