Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে মসজিদে নামাজ পড়তে বাঁধা,মুসল্লীকে মারধর।

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

কুড়িগ্রামে মসজিদে নামাজ পড়তে বাঁধা,মুসল্লীকে মারধর।

ছবি-যুগের চিন্তা

কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা এলাকায় মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান ও নামাজ পড়তে যাওয়াকে কেন্দ্র করে ছকমল হোসেন(৫০) নামের এক মুসল্লীকে গালাগালি ও মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তিনজনের বিরুদ্ধে।

অভিযুক্তরা হলেন,কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামা ভেলাকোপা গ্রামের বাসিন্দা ফারুক হোসেন, শহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

এঘটনায় কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। আহত ছকমল হোসেন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত সোমবার সকালে পৌর শহরের ফারাজী পাড়া জামে মসজিদ এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টাপু নামা ভেলাকোপা এলাকায় গ্রামের সকলে মিলে ফারাজিপাড়া জামে মসজিদ নির্মাণ করে। উক্ত মসজিদে সবাই নিয়মিত নামাজ পড়ে আসছে। কিন্তু গ্রামের কিছু লোকজন উক্ত মসজিদে নামাজ না পড়ে পুনরায় নতুন করে আর একটি ওয়াক্তি ঘর নির্মাণ করে। ওয়াক্তি ঘরে নামাজ পড়ার জন্য চাপ সৃষ্টি করে। ঘটনার দিন নতুন ওয়াক্তি ঘরে নামাজ পড়তে না চাইলে বিবাদীগণ ছকমল হোসেনের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ভুক্তভোগী ছকমলের উপর হামলা. মারধর ও গলাচিপে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ছকমলকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় সুষ্ঠু বিচার চায় ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন।

কুড়িগ্রাম সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান,এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ আছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন