পাইকগাছায় গরিব ও অসহায়দের চাউল বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
ছবি-যুগের চিন্তা
খুলনার পাইকগাছায় গরীব,অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিরবে নিবৃতে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা Let's Work for Bangladesh এর আর্থিক সহায়তায় পরিচালিত 'ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন'।
বৃহস্পতিবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকালে আলমতলা গ্রামের শতাধিক অসহায়,বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
খুলনা,সাতক্ষীরা ও বাগেরহাট এবং পাইকগাছা, কয়রার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম খোকন সানা এবং মাসুদ সানার তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়,এ পর্যন্ত পাইকগাছা-কয়রা এলাকায় ৯৩টির বেশি নতুন ঘর তৈরি, এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে প্রায় ১শ'টি টিউবওয়েল, ১ হাজারের অধিক অসহায় পরিবারকে চাল-ডাল-তেলসহ ২৪ প্রকারের খাদ্যসামগ্রী দিয়ে দীর্ঘমেয়াদি খাদ্য সহায়তা, নারীদের আত্ম কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, "আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে Let's Work for Bangladesh। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত ধর্ম।



