কুড়িগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে আলোচনা
কুড়িগ্রাম, প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
ছবি -যুগের চিন্তা
কুড়িগ্রামে পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম নাজিরা খলিলগঞ্জ এলাকায় পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার নিজ কার্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) মো: আব্দুল হালিম, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. শহিদুল ইসলাম শিমুলযুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার সনজিৎ গাইন, প্রোগ্রাম অফিসার মারিওমাদি, পল্লী সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্ঠা মো: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মোছা: শাহনাজ পারভীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন বাল্য বিবাহ’র ফলে একটি পরিবার, সমাজ ও জাতির বিভিন্ন সমস্যা হয়। অনেকের কিশোরীর জীবন নষ্ট হয়ে যায়।



