Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ পিএম

নরসিংদীতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

ছবি-সংগৃহীত

নরসিংদীর শিবপুরে সহোদর দুই ভাইকে নৃসংশভাবে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করেছে তাদের চাচা-চাচী ও চাচাতো ভাইয়েরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এই ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামান মন্টুর ছেলে অলিউল ইসলাম সোহাগ (৪০) এবং সাজ্জাদুল ইসলাম রানা (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উভয় পক্ষই প্রতিবেশী এবং আপন চাচাতো ভাই। বিকেলে টিউবয়েল ও টয়লেটের পানি নিস্কাসনের ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি নিয়ে সন্ধ্যায় পূনরায় ঝগড়ায় লিপ্ত হয় দুই পক্ষ। এ সময় সার্জেন্ট মন্টুর ছেলে অলিউল ও সাজ্জাদুলের উপর দেশীয় অস্ত্র ছুরি,বল্লম,শাবল নিয়ে হমালা চালায় তাদের চাচা মামুন,চাচাতো ভাই দিদারুল এবং বিদুৎ। 

এসময় ঘটনাস্থলেই ছোট ভাই সাজ্জাদুল ইসলাম রানা নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় বড় ভাই অলিউল ইসলাম সোহাগকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার জানান,দিদারদের টিউবওয়েল ও টয়লেটের পানি আমাদের বাড়ীর উপরে আসে, এতে আমাদের চলাচল করতে সমস্যা হয়। এ নিয়ে আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানালে কথা কাটাকাটি হয়। পরে সে ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ আমার ছোট ছেলে রানাকে ছুরি দিয়ে পেটে গাই মারে। এসময় রানার চিৎকারে আমার অপর ছেলে সোহাগ দৌড়ে আসলে দিদার ও বিদ্যুৎ তাকে এলোপাতারি লাঠি দিয়ে পিটাতে থাকে। এসময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। আমার ছেলেদের হত্যাকারীদের বিচার চাই।

এব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পরিবারের পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন