Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে সাড়ে ৪ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

Icon

হাটহাজারী প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

হাটহাজারীতে সাড়ে ৪ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

ছবি-যুগের চিন্তা

এশিয়ার অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদী থেকে জব্দ করা পনের হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাটের হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প সংলগ্ন হালদা নদীর পাড়ে জালগুলো আগুনে পোড়ানো হয়। এর আগে একইদিন দুপুরের দিকে হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।

জানা যায়, নৌ পুলিশ সুপার চট্টগ্রামের নির্দেশনায় সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান ও হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রমজান আলী ও সঙ্গীয় ফোর্স নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এর মৌখিক নির্দেশনায় নৌ পুলিশের ওসি মো.মিজানুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মুজিবুল হক সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

 অভিযানে নেতৃত্বদানকারী সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান,আগুনে পুড়িয়ে ধ্বংস করা জালগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। নদীর প্রাকৃতিক ভারসাম্য ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরণের অভিযান ও টহল অব্যহত থাকবে বলেও জানান তিনি। #

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন