গ্রাম পুলিশ সদস্যরা পেলেন সাইকেল ও ছাতা
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সাইকেল, ছাতা ও বাঁশি বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরে তাদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম পুলিশদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান। তিনি চুরি, ছিনতাই, মাদক, জুয়াসহ নানা অপরাধ দমনে কাজ করার দিকনির্দেশনা দেন গ্রাম পুলিশ সদস্যদের।
তিনি জনগণের সেবা নিশ্চিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এছাড়া বাল্যবিয়ে রোধ বা বন্ধে গ্রাম পুলিশের ভূমিকার কথা স্মরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মমতা খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



