পাইকগাছায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
খুলনার পাইকগাছায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) খুলনা এর আয়োজনে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান।
খুলনা জেলা এসডিএফ এর ডিও আই সিবি ঝরনা রানী বিশ্বাসের সচ্ছালনায় বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডাঃ ফারজানা রহমান। উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মণ্ডল, ডাঃ শাকিলা আফরোজ,ডাঃ সায়মা সাদিয়া,আফরোজ হোসেন,ডাঃ নিরাপদ মন্ডল, ডাঃ পিংকু কুমার দাম,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল,পাইকগাছা এসডিএফের ক্লাস্টার অফিসের ক্লাস্টার অফিসার উজ্জ্বল কুমার গায়েন,কপিলমুনি ক্লাস্টার এর ক্লাস্টার অফিসার মুরারী মোহন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাস্টার স্বাস্থ্য ও পুষ্টি ফ্যাসিলিটেটর মোঃ রাসেল আহমেদ ক্লাস্টার ফ্যাসিলিটেটর সাধনা বাওয়ালী,মিস সিলভী আক্তার, সিএইচসিপি তারক চন্দ্র মন্ডল,লিপিকা মন্ডলসহ অন্যান্য সাস্হ কর্মকর্তা,সিএইচসিপি,এসডিএফ কর্মকর্তা কর্মচারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



